Fletro Pro Safelink V6.1 Free Download. Click Here

বইঃ কুরআন বোঝার মজা book review with upcoming pdf

কুরআন বোঝার মজা

লেখক: আব্দুল্লাহ আল মাসউদ

প্রকাশনায়: Somorpon Prokashon Somorpon Prokashon 



কুরআন নিয়ে আমার জীবনে পড়া সেরা বই। যেসকল মানুষ কেবল কুরআন পড়েই ক্ষান্ত থাকে, কুরআনের তাফসীর পড়ার কোনো প্রয়োজন অনুভব করে না ; এমন শ্রেণীর মানুষের অন্তরে এ বইয়ের কথাগুলো গভীর ভাবনার সৃষ্টি করবে। এছাড়া যেসকল মানুষ মনে করে বাংলা ভাষায়ও আরবি ভাষার মতো কুরআনকে পুরোপুরি হৃদয়ঙ্গম করা সম্ভব তাদের চিন্তায় কুঠারাঘাত করবে। সর্বোপরি সাধারণ আমজনতার চিন্তা ভাবনায় বিপুল ভাবাবেগের জন্ম দিবে।


অনেক মানুষ কুরআন কেন আরবি ভাষায় নাজিল হয়েছে সে বিষয়ে কোনো জ্ঞান রাখে না। কেউ এ বিষয়ে প্রশ্ন করলে হা হয়ে থাকে। তারা এ বইটি পড়ার মাধ্যমে সদুত্তর পেয়ে যাবে। আরবি ভাষা কেন সাহিত্যের বিচারে পৃথিবীর সব ভাষা থেকে যোজন যোজন এগিয়ে সে বিষয়ে দিকনির্দেশনা পাবে।


আল্লাহ তা'আলা বলেছেন, 

তারা কেন কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ!


কুরআনের এই আয়াত থেকেও বুঝা যায় তিলাওয়াতের পাশাপাশি পঠিত অংশটুকুর অর্থ জেনে নেওয়া কতটা গুরত্বপূর্ণ। বইয়ের শুরুর আলোচনার কেন্দ্র ছিল এ আয়াতটি। লেখক মুসলমানদের কুরআন শুধু তেলাওয়াতের মধ্যে স্থির না থেকে নিজেদের জীবনে এর বাস্তবায়নের জন্য তোড়জোড় শুরু করার আহবান করেছেন। নতুবা রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা দুআ পড়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বিবেকে বাঁধাবে না।


ড. মরিস বুকাইলি ও ইন্দোনেশিয়ান নওমুসলিম ইরিনা হানদোনা কুরআন নিয়ে কিরুপ ভাবনা চিন্তা করতেন সে দিকটি উপস্থাপনের মাধ্যমে কুরআন নিয়ে তাদাব্বুরের অনুপ্রেরণা দেওয়া হয়েছে। সাধারণ মুসলমানদের জন্য তাদের জীবনের এ দিকটি অনুসরণে আছে মহাসফলতা। 


কুরআনকে যদি আমরা আরবি ভাষায় বুঝতে চেষ্টা করি তবে সেক্ষেত্রে এর অর্থ পুরোপুরি বুঝা যাবে নতুবা আরবি ভাষার শব্দের নান্দনিকতার স্বাদ মোটেও পাওয়া যাবে না। আরবি ভাষা শেখার প্রয়োজনীয়তা অনুধাবনে লেখক কুরআনে বর্ণিত মুসা আঃ এর সাপের ঘটনা টেন এনেছেন- যেখানটায় আমাদের দেশের তাফসীর অনুবাদকরা হাইয়াতুন (ছোট সাপ) আর সু'বানুন (বড় সাপ) দুটো বিষয়কে শুধু সাপ বলে উল্লেখ করেছে। কোনো মানুষ যদি আরবি ভাষা জানতো তবে সে এ অনুবাদের ত্রুটি খুব সহজে ধরতে পারতো। 


কুরআন নিয়ে আমরা কিভাবে ভাববো, এই ভাবনা থেকে আমরা কী ধরনের স্বাদ আস্বাদন করতে পারবো সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে 'কুরআন বোঝার মজা' বইটিতে। কুরআন কেন্দ্রিক অনেকগুলো লেখার সমষ্টি এই বই পাঠকের সামনে কুরআনের সৌন্দর্য ও শক্তি চমৎকারভাবে তুলে ধরবে বলে আমার বিশ্বাস।

إرسال تعليق