Fletro Pro Safelink V6.1 Free Download. Click Here

দাজ্জাল বইটি নিয়ে এক ছাত্র ভাইয়ের চমৎকার অভিব্যক্তি



দাজ্জাল

বইটির প্রকাশক

আযান প্রকাশনী।


বইটি থেকে আমরা দাজ্জাল সম্পর্কে অনেক কিছু জানতে পারব। বইয়ের সূচির কিছু অংশ তুলে ধরা হলো।

  •  দাজ্জালকে কেন মাসীহ বলা হয়?
  •  দাজ্জাল কখন আসবে?
  •  দাজ্জাল দেখতে কেমন হবে? 
  •  দাজ্জালের কি জম্ম হয়েছে?
  •  দাজ্জাল কোথা থেকে বের হবে?
  •  দাজ্জাল এখন কোথায় আছে?
  •  দাজ্জালের অনুসারি কারা
  •  হবে?
  •  দাজ্জাল কোথায় প্রবেশ করতে পারবে না?
  •  দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়?
  •  ছোট দাজ্জাল।


আমাদের অনেকের হয়তো দাজ্জাল সম্পর্কে কোনো ধারণা নেই। দাজ্জাল কেমন হবে, তার ফিতনাগুলো কেমন হবে তা আমরা জানিনা। দাজ্জালের ফিতনা হবে আকাশছোঁয়া। অন্ধকার কালো ন্যায় হবে তার ফিতনা। তার ষড়যন্ত্র  হবে সব চাইতে ভয়ংকর। দাজ্জাল সম্পর্কে প্রায় সকল নবী রাসুল (আ.) সতর্ক করেছেন। দাজ্জাল শেষ জামানায় আসবে। হয়তোবা আমরাই সেই শেষ জামানার মানুষ হতে পারি। কিন্তু কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচব। তার ফিতনা যে বড়ই কঠিন। বাঁচতে হলে ইমান শক্ত ও নেক আমল বেশী বেশী করতে হবে।


দাজ্জাল এই পৃথিবীতে ৪০ দিন রাজত্ব করবে। যার ১ম দিন হবে ১ বছরের সমান, ২য় দিন ১ মাসের সমান, ৩য় দিন হবে ১ সপ্তাহের সমান আর বাকি দিন গুলো স্বাভাবিক দিনের মতো হবে। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া সব শহরে ভ্রমণ করবে এবং মানুষকে বলবে আমি তোমাদের রব। দাজ্জালের ভয়ে অনেকে সকালে মুমিন থাকলে বিকালে কাফির হয়ে যাবে। 


এছাড়া  আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বইটিতে। বইটি পড়ে আপনারা দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন। সর্বোপরি আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করেন।


আল আমিন

জেএস সি পরীক্ষার্থী।

إرسال تعليق